Forum 

সফল নেতা হিসেবে দেখতে চাইলে তিনটি জিনিস থাকা জরুরি, ১) জ্ঞান, ২) দক্ষতা, এবং ৩) মনোভাব

আজকের শিক্ষার্থী আগামী দিনের নেতৃত্বের মশাল বাহক। তাই আজকে থেকেই তাকে নেতৃত্ব করার জন্য প্রয়োজনীয় গুণাবলী অর্জন করতে হবে। নিজেকে তৈরী করার সময় এখনই । নিজেকে সফল নেতা হিসেবে দেখতে চাইলে তিনটি জিনিস থাকা জরুরি, ১) জ্ঞান, ২) দক্ষতা, এবং ৩) মনোভাব।

একজন শিক্ষার্থী ভবিষ্যতে যে সেক্টরে নেতৃত্ব দিতে চায় যেমন, সে যদি দেশ চালনায় নেতা হতে চায়, অথবা কোন প্রতিষ্ঠানের সিইও (CEO) হতে চায়, অথবা কোন আন্তর্জাতিক সংস্থার প্রধান হতে চায়, অথবা বড় উদ্যোক্তা হতে চায়, তাহলে তাকে ঐ সেক্টর এর জন্য যে জ্ঞান (Knowledge) ও দক্ষতা (Skills) দরকার তা তাকে অর্জন করতে হবে। এজন্য অবশ্যই তাকে তার লক্ষ্য এখন ই নির্ধারন করে সেই লক্ষ্য অর্জনের জন্য কাজ শুরু করতে হবে. তার মানে তার ভিশন (Vision), মিশন (Mission), পরিকল্পনা (Planning) করে সেগুলোতে পৌঁছানোর জন্য আজকে থেকে কি করা উচিত তা থেকে শুরু করা উচিত।

বর্তমান বিশ্বায়নের (Globalization) যুগে টিকে থাকতে হলে একটি বিষয় অবশ্যই মানতে হবে, তা হচ্ছে এই পৃথিবীতে শুধু যোগ্য লোকেরাই টিকে থাকতে পারবে (Survival of the fittest)। আর যোগ্য লোক হবার জন্য প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে দক্ষতা থাকা আবশ্যক. সুতরাং পড়ালেখার পাশাপাশি ছাত্রছাত্রীদের দক্ষতা (Example of skills: IT skills, Language Skills especially in English Language, Communication Skill, etc.) অর্জন করতে হবে। জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি মনোভাব থাকতে হবে। মনোভাব বলতে যে সকল বিষয় বুজানো হচ্ছে তা হল: আত্মবিশ্বাস (Confidence), ইতিবাচক চিন্তাভাবনা (Positive Attitude), অধ্যবসায় (perseverance) ইত্যাদি।

সফল হবার আরেকটি মূলমন্ত্র হলো নেটওয়ার্কিং (Networking) মানে বিভিন্ন মানুষজনের সাথে সম্পর্ক (relation or connection) তৈরি করা। নতুন নতুন মানুষের সাথে পরিচিত হওয়া, তাদের সাথে আইডিয়া (Idea) শেয়ার করা, পরামর্শ নেয়া ইত্যাদি।

কোন মানুষই সফল হয়ে জন্মায় না। মানুষ সফল হয় তার কাজের দ্বারা। সফল হবার জন্য টাকা, বাহ্যিক সুন্দর্য, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কোনো কিছুই জরুরি না, জরুরি শুধু কাজে নেমে পড়া। তবে এক্ষেত্রে অধ্যবাসায় থাকতে হবে। একবার ব্যর্থ হলে বার বার চেষ্টা করতে হবে। সফল ব্যক্তিরা একই কাজ বিভিন্ন ভাবে চেষ্টা করেছে। তারা কিন্তু লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে অন্য কাজ শুরু করেন নাই। বরং একই লক্ষ্য অর্জনে বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করেছে। বাংলাদেশে সৎ ও যোগ্য নেতৃত্বের অনেক অভাব। আমি সবাইকে বলবো সবাই যেন দেশপ্রেমে উদ্যমী হয়ে নেতৃত্ব দেবার গুণাবলী অর্জন করে নেয়।

আমার এই লেখা পরে একজনও যদি নিজেকে পরিবর্তনের জন্য, ভবিষ্যৎ নেতৃত্বের জন্য আজকে থেকেই কাজ শুরু করে, তবেই আমার এই শিক্ষকতায় পেশায় আশা সার্থক হবে।
আমি সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।




Name: Md Azim

Business Administration Department


X